অনুশীলনে ফিরলেন এমবাপ্পে, মাঠে নামতে পারেন সালসবুর্কের বিপক্ষে

অনুশীলনে সতীর্থদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে
অনুশীলনে সতীর্থদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

ক্লাব বিশ্বকাপে রেডবুল সালসবুর্কের বিপক্ষে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে আসরে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে প্রথম দুই ম্যাচ মাঠে নামা হয়নি এই তারকার। তবে পরের ম্যাচে কিছু সময়ের জন্য হলেও মাঠে নামতে পারেন তিনি।

এমবাপ্পেহীন মাদ্রিদ প্রথম ম্যাচ সৌদি ক্লাব আল হিলালের সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে উড়িয়ে দেয়। 

ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সালসবুর্কের মুখোমুখি হবে জাবি আলোনসোর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার (২৭ জুন) সকাল ৭টায়। 

ম্যাচে বদলি হিসেবে কিছু সময় খেলতে পারেন এমবাপ্পে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচের শীর্ষেই আছে মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পরের অবস্থানেই সালসবুর্ক।

এসএইচ