রাতে নেশন্স লিগের ফাইনালে স্পেন-পর্তুগাল দৈরথ

স্পেন ও পর্তুগালের খেলোয়াড়দের ছবি
স্পেন ও পর্তুগালের খেলোয়াড়দের ছবি | ছবি: সংগৃহীত
0

উয়েফা নেশন্স লিগের ফাইনালে শিরোপার লড়াইয়ে রাত ১টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। দুই দলের সামনেই রেকর্ড গড়ার হাতছানি। দুই প্রজন্মের দুই তারকা ফুটবলার রোনালদো-ইয়ামালদের লড়াই দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব।

নেশন্স লিগের ফাইনালে ইতিহাস গড়ার অপেক্ষায় স্পেন ও পর্তুগাল। ইউরোপের দু’টি দলের সামনেই হাতছানি দ্বিতীয় বারের মতো নেশন্স লিগের শিরোপা জেতার। অবশ্য দু’দলের ইতিহাস গড়ার ডাক পেছনে ফেলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রোনালদো-ইয়ামাল দ্বৈরথ। 

ভিন্ন প্রজন্মের দুই ফুটবলার । ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদোর আছেন ক্যারিয়ারের শেষ পর্বে আর ১৭’র লামিন ইয়ামালের ক্যারিয়ারে সূর্যোদয় হলো এইতো সেদিন।

গ্রুপ পর্বের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। ৪-৩-৩ ফরমেশনে রোডস টু ফাইনালে আসার পথে অপরাজিত রোনালদোরা। 

২০১৯ সালে নেশন্স লিগের উদ্বোধনী আসরের শিরোপা জেতার পর যখন আরো একটি টাইটেল ঘুরে তুলতে পেদ্রা, রাফায়েল, ভিতিনিয়াদের আত্মবিশ্বাস যোগাবে ২০০০ সালের পর প্রথমবারের মতো জার্মানিকে হারানোর আত্মবিশ্বাস। 

আর সেই আত্মবিশ্বাসের পালে ভরসা যোগাবেন ৪০ পেরোনো প্রথম ফুটবলার হিসেবে নেশন্স লিগে গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো।

অন্যদিকে রোমাঞ্চকর লড়াইয়ে সেমিতে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নাম লেখানো স্পেনও আসর জুড়ে দেখিয়েছে অসাধারণ ফুটবল প্রদর্শনী। ২০০৮,২০১০,২০১২ তে ইউরো-বিশ্বকাপ-ইউরোর ট্রেবল জয়ের পর এবার নেশন্স কাপ-ইউরো-নেশন্স কাপের ট্রেবল জয়ের মাইলফলকের সামনে স্পেন। 

আর ইউরোপের প্রথম কোচ হিসেবে দলে তিনটি বড় টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়ার অপেক্ষায় স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। গুরুকে নিশ্চয়ই সেরা উপহারটাই দিতে চাইবেন ইয়ামাল-ইসকোরা।

সবমিলিয়ে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারিনায় দুই প্রজন্মের রোনালদো-ইয়ামালদের লড়াইটা জমে ওঠার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এসএইচ