আনচেলত্তির অভিষেকে হতাশা, ব্রাজিলের ড্র

ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচের ছবি
ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচের ছবি | ছবি: সংগৃহীত
0

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে শুরুটা মন মতো হয়নি কার্লো আনচেলত্তির। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ (শুক্রবার, ৬ জুন) ভোর ৫টায় শুরু হয় ল্যাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচটি।

গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর অনেকটাই এলোমেলো অবস্থায় ব্রাজিলিয়ান ফুটবল। এরপর কোচ বদল করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে আনা হয় ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে। 

এরপরও পারফরম্যান্সে বদল আসেনি সেলেসাওদের। পুরো ম্যাচে তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। 

অন্যদিকে ইকুয়েডরের ফিনিশিংভাগের দুর্বলতার কারণে তারা সুযোগ পেয়েও ব্যর্থ হয় গোল করতে। আনচেলত্তির অধীনে এখনো মানিয়ে নিতে পারেননি ব্রাজিলিয়ান ফুটবলাররা, যা স্পষ্ট ফুটে ওঠে এ ম্যাচে। 

বল দখলে রাখা থেকে শুরু করে পাসিংয়ে ব্যর্থতা, এমনকি খেলার পরিসংখ্যানেও ইকুয়েডরের চেয়ে পিছিয়ে ছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দু’দলই ম্যাচের শেষের দিকে কিছুটা আক্রমণ করে কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।

এসএইচ