সাফ অনূর্ধ্ব-১৯: শিরোপা ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ

বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় ভারতের
বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় ভারতের | ছবি: সংগৃহীত
0

শিরোপা ধরে রাখার লড়াইয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইনালে ৪-৩ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতলো ভারত। শেষ মূহুর্তে স্বপ্নভঙ্গ হলো যুবাদের।

খেলা শুরুর দুই মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিক ভারত।

গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ আক্রমণে ধার বাড়ায়। ২৯ মিনিটে কর্ণার থেকে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি যুবারা।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে, ৫৯ মিনিটে টাইগার যুবার দূরপাল্লার শট গোলবারে লাগে। তবে পরের মিনিটেই ডি বক্সের ভেতরে জটলার মধ্য থেকে বল পেয়ে বাংলাদেশকে সমতায় ফেরান জয় আহমেদ।

রোমাঞ্চে ভরা ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে হারে বাংলাদেশ।

সেজু