ইপিএলে রাতে মাঠে নামছে ৬ দল

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে শক্তিশালী দলগুলো। এরইমধ্যে ট্রফি জিতে নিলেও, নিয়মরক্ষার ম্যাচে চেলসির মুখোমুখি হবে লিভারপুল। এর আগে ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলবে টটেনহ্যাম আর ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

লিগে ৪ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে ফুরফুরে মেজাজে আছে লিভারপুল। তবে ঘরের মাঠে চেলসির জন্য কঠিন পরীক্ষা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৫-এ। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাইলে ম্যাচটিতে জিততেই হবে ব্লুজকে। যদিও ২০২১ সালের পর অলরেডদের বিপক্ষে কখনোই জয় পায়নি চেলসি।

এদিকে চলতি মৌসুমে দিশেহারা ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের। টেবিলের ১১ নম্বরে থাকা ব্রেন্টফোর্ডের লড়াই শীর্ষ ৮-এ থেকে ইউরোপা লিগ নিশ্চিত করা।

অন্যদিকে টেবিলের ১৫ নম্বরে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের ১৬ ও ১৭ নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডও মুখোমুখি লড়াইয়ে নামবে আজ।

এএইচ