শিরোপার দৌড়ে টিকে রইলো রিয়াল

জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। | ছবি: এখন টিভি
0

স্প্যানিশ লা লিগায় শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ফলে টুর্নামেন্টে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার (২১ এপ্রিল) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো ম্যাচে দখল ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ৯৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের ৭৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস গোল করলেও ভিএআর প্রযুক্তিতে অফসাইডের কারণে তা বাতিল করে ম্যাচ রেফারি। তবে ৯৩ মিনিটে ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে।

প্রতিপক্ষের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দুর্দান্ত এক ভলিতে জালে বল পাঠান এই উরুগুইয়ান। ফলে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রইলো রিয়াল মাদ্রিদ।

সেজু