বৃহস্পতিবার (১০ এপ্রিল) লিও'র মাঠ গ্রুপমা স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। বল দখল ও আক্রমণেও ইউনাইটেড থেকে এগিয়ে ছিল তারা। এরই সুবাদে ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টাইন তারকা আলমাদার গোলে এগিয়ে যায় লিও।
তবে বিরতির আগে শেষ মিনিটে ইয়ারোর গোলে সমতায় ফেরে ম্যানইউ। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে লিও'র ভিত নাড়িয়ে দেয় ইউনাইটেড। ৮৮ মিনিটে জোশুয়া জিরকজির দারুণ গোলে লিড পায় রেড ডেভিলসরা।
তবে শেষ মুহূর্তে গোল করে লিও'কে সমতায় ফিরিয়ে ম্যানইউকে জয়বঞ্চিত করেন ফেরান চেরকি। ফলে ১৭ এপ্রিল ওল ট্রাফোডের দ্বিতীয় লেগের ম্যাচটিতে যে দল জয় পাবে তারাই পা রাখবে টুর্নামেন্টটির সেমিফাইনালে।