ম্যাচের ২৭তম মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ পেয়েই এগিয়ে যায় সফরকারীরা। বক্সে দারুণ পাস দেন ইয়ামাল, ছুটে গিয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান ফেরান তরেস।
প্রথমার্ধে গোলের জন্য ১০টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে অ্যাতলেতিকো শটই নিতে পারে মাত্র একটি।
বাকি সময়ে দুই দল চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। মেট্রোপলিতানোয় সেমি-ফাইনালের ফিরতি লেগে তরেসের একমাত্র গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে ফাইনালে হান্সি ফ্লিকের দল।
আগামী ২৬ এপ্রিল ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।