দীর্ঘ ২২ বছর পর শক্তিশালী ভারতের বিপক্ষে দেশের ফুটবলে একটা জয়, ঐতিহাসিক মুহূর্ত আর কোটি কোটি সমর্থকদের স্বপ্ন জয়ের উল্লাসে মাতানো। সব কিছু রয়ে গেলো ড্রয়ের পেছনে অপূর্ণ এক গল্প হয়ে।
ম্যাচের শুরু থেকে দারুণ সব সুযোগ পেয়েও বারবার হতাশ করেছেন মজিবুর রহমান জনি, হৃদয়সহ অভিজ্ঞ রাকিব হোসেনও। এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে খেলোয়াড়দের এমন ভুল দেশের ফুটবলের হতাশার চিত্রই ফুটে উঠেছে বলে মনে করেন সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এমিলি এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।
তিনি বলেন, 'জনি যে বলটা পেয়েছে, এটা তার চয়েস অব রং সিলেকশন। ওই মুহূর্তে তার কী করা উচিত ছিল। বলটা রাইট ফুটে আউটসুইং মারা উচিত ছিল।'
সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এমিলি বলেন, 'কোচের কিছু ট্যাকটিসে ভুল ছিল। দলে বিপিএলের সর্বোচ্চ স্কোরার বেঞ্চে বসে আছে। তাকে আপনি সুযোগ দেননি। আলামিনকে কিন্তু সুযোগ দেয়া যেত।'
তবে খেলোয়াড়দের এমন পারফরম্যান্সের জন্য দেশের ক্লাব ফুটবল এবং ঘরোয়া লিগের মানহীনতাকে দায়ী করছেন সাবেকরা।
জাহিদ হাসান এমিলি বলেন, 'জাতীয় দলে এক বছরে হাতেগোণা একটা বা দুইটা ম্যাচ খেলেন। সুতরাং পুরোটা সময় কিন্তু ঘরোয়া ফুটবলে থাকতে হয়। সেখানে আপনি লেভেল যখন সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবেন তখন কিন্তু জাতীয় দলে গিয়ে সেই ইমপ্যাক্টটা পড়বে।'
জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, 'ক্লাব যখন এ ধরনের প্রোগ্রাম হাতে না নিবে, যখন তারা এগুলোতে উৎসাহী না হবে অটোমেটিক্যালি তখন আনপাকে ভাবতে হবে যে আমাদের বংশোদ্ভুত অরিজিন খেলোয়াড় কোথায় আছে। তাদেরকে আমাদের এখানে ইনক্লুড করতে হবে।'
লাল সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেই প্রত্যাশার চেয়ে বেশি পূরণ করছেন ইংলিশ ফুটবলে খেলা হামজা চৌধুরী। শক্তিশালী ভারতকে চাপে রেখে মাঠে দলকে চাঙ্গা করার কাজটা দারুণভাবে করেছেন বলে জানিয়েছেন দেশের ফুটবলের এই দুই সাবেক।
জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, 'হামজার তার কলিগদের মানে খেলোয়াড়দের গাইড করা এবং ডিরেকশন দেয়া দুর্দান্ত ছিল। এবং সেই ডিরেকশনে কিন্তু কেউ অমান্য করছে না।'
জাহিদ হাসান এমিলি বলেন, 'পুরো ম্যাচে ২২ জনের মধ্যে সে আলাদা করে দিয়েছে। তার পারফরম্যান্স সবার চোখে পড়েছে কারণ তার মেন্টাল স্ট্রেন্থ কিন্তু সে ওই লেভেলে নিয়ে গেছে।'
জুনে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে চিরায়িত সমস্যা ফিনিসারের অভাব কাটানোর পাশাপাশি ভালো ফুটবল খেলে পূর্ণ পয়েন্ট আদায়ে নতুন এক বাংলাদেশকে দেখার আশা ব্যক্ত করেন ফুটবল সংশ্লিষ্টরা।