জার্মানির মাঠ ডর্টমুন্ডে ১৯ বছর পর মুখোমুখি হচ্ছে ইতালি ও স্বাগতিকরা। ১৯ বছর আগে এই মাঠেই রচিত হয় জার্মানির দুঃসহ স্মৃতি। ২০০৬ বিশ্বকাপে এই মাঠে ইতালির বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে হেরে ছিটকে পরে স্বাগতিক জার্মানি।
২০০৬ আসরে ডর্টমুন্ডের মাঠে ফ্যাবিও গ্রসো ও আলসান্দ্রো ডেল পিয়েরোর দুই গোল জার্মানিকে স্তব্ধ করে দেয় ইতালিয়ানরা। নেশন্স লিগের কোয়ার্টারে সেই মাঠেই মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দীরা।
নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালের ১ম লেগে সান সিরোতে ২-১ গোলে হেরেছে ইতালি। প্রথম লেগে জিতে কিছুটা এগিয়ে থাকবে জার্মানি। সেমিতে যেতে ঘরের মাঠে ড্র করলেই চলবে স্বাগতিকদের।
তবে জার্মান কোচ নাগেলসম্যান জয়ের জন্যই মাঠে নামবেন। সেক্ষেত্রে দলে আসবে ট্যাকটিকাল পরিবর্তন। অপরদিকে ইতালি দলে রয়েছে ইনজুরি সমস্যা। ডিফেন্ডার ক্যালাফিউরিকে নিয়ে আছে কিছুটা সংশয়। তবে কঠিন কাজটাই করে দেখাতে চান ইতালিয়ান কোচ স্পালেত্তি।
রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে পর্তুগাল আতিথ্য দেবে ডেনমার্ককে। প্রথম লেগে কোপেনহেগেনে ১-০ গোলে হেরেছে রোনালদোর পর্তুগাল। তবে ঘরের মাঠে নিজ দর্শকদের সামনে ঘুরে দাড়াতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদো।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। প্রথম লেগে ২-০ গোলে হেরে অনেকটা ব্যাকফুটে ফ্রান্স। সেমিতে উঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের দিকে তাকিয়ে থাকবে পুরো দল।
আরেক ম্যাচে সেমিতে উঠার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ১ম লেগে ২-২ গোলে ড্র হওয়ায় দু'দলের ই সুযোগ থাকছে সেমিতে যাওয়ার। স্পেনের মাঠে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচের অপেক্ষায় ভক্ত সমর্থকরা।