হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য রাখা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিন সবার আগে টিম বাস থেকে নামেন হামজা দেওয়ান চৌধুরী। কলকাতা হয়ে ভারতীয় সময় বিকেল ৪টায় শিলংয়ে পৌঁছায় বাংলাদেশ। স্থানীয় হোটেলে ফুটবলারদের বরণ করে নেয়া হয়। প্রথমদিন বিশ্রামেই কাটিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ভারতের মাটিতে ম্যাচের আগে তিন দিন অনুশীলনের সুযোগ পাবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শিলংয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ ভ্রমণক্লান্তি দূর করে দিয়েছে বলে জানান দলের ম্যানেজার আমের খান।