হামজা চৌধুরীর আগমন ইস্যুতে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ভিড়। তবে, সিলেটের উলটো চিত্র ঢাকায়। সমর্থকদের তেমন আনাগোনা নেই।
বিমান থেকে নেমে আনুষ্ঠানিকতা শেষে, ঘণ্টা খানেক পর টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরের ফটক পেরিয়ে এলেন হামজা। এসময় সংবাদমাধ্যমের মুখোমুখি শেফিল্ড ইউনাইটেড তারকা। আগের দিনের মতোই বাফুফের অব্যবস্থাপনার সাক্ষী হলেন। তবে, তিনি যে বিরক্ত নন। তার কথাতেই তা পরিষ্কার।
হামজা চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। আমি ক্লান্ত নই।’
বিমানবন্দর থেকে বের হয়ে আধঘন্টার মধ্যে পৌঁছান টিম হোটেলে। সেখানে দেখা মেলেনি সমর্থকদের। হোটেলে প্রবেশ করে হাসিমুখে অনেকের ছবি তোলার আবদার মিটিয়েছেন হামজা।
বুধবার দুপুরে ভারত ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে থাকার কথা রয়েছে হামজা চৌধুরীর। একইদিনে সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় দলের সাথে অনুশীলন করবেন তারকা এই ফুটবলার। বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে ভারতে যাবেন হামজা চৌধুরী।