লিভারপুলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন নিউক্যাসেল ইউনাইটেড

ফুটবল
এখন মাঠে
0

লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ ফুটবল লিগ কাপের শিরোপা জিতলো নিউক্যাসেল ইউনাইটেড। খেলার ৪৫ মিনিটে নিউক্যাসলের হয়ে প্রথম গোল করেন ড্যান বার্ন। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার ইসাক।

ম্যাচের অতিরিক্ত সময়ে ফ্রেডরিকো কিয়েজা একটি গোল শোধ করলেও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।

দীর্ঘ সাত দশক পর শিরোপা উৎসবে ভাসলো নিউক্যাসল ইউনাইটেড। সর্বশেষ ১৯৫৫ সালে এফ এ কাপের শিরোপা ঘরে তুলেছিলো তারা।

এছাড়া ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ, বর্তমানের ইউরোপা লিগ জিতে নিউক্যাসল।

ইএ