ম্যাচের অতিরিক্ত সময়ে ফ্রেডরিকো কিয়েজা একটি গোল শোধ করলেও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।
দীর্ঘ সাত দশক পর শিরোপা উৎসবে ভাসলো নিউক্যাসল ইউনাইটেড। সর্বশেষ ১৯৫৫ সালে এফ এ কাপের শিরোপা ঘরে তুলেছিলো তারা।
এছাড়া ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ, বর্তমানের ইউরোপা লিগ জিতে নিউক্যাসল।