চোটের কারণে আবারো ছিটকে গেলেন নেইমার, খেলবেন এনদ্রিক

.
ফুটবল
এখন মাঠে
0

জাতীয় দলের হয়ে মাঠে নামার আগেই চোটের কারণে আবারো ছিটকে গেলেন নেইমার। বিশ্বকাপের বাছাইপর্বে চলতি মাসেই কলাম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন এই সুপারস্টার। তবে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন তিনি।

নেইমারের পরিবর্তে দলে ডাকা হয়েছে এনদ্রিককে। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছিলেন নেইমার।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ক্লাব ফুটবলে ফিরে দারুণ ছন্দে ছিলেন এই সুপারস্টার।

২ মার্চ আবারও পেশিতে চোট পেলে মাঠের বাইরে ছিটকে যান এই ব্রাজিলিয়ান।

ইএ