প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-ম্যানইউ

প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-ম্যানইউ | এখন টিভি
0

প্রিমিয়ার লিগে আগামীকাল (রোববার, ৯ মার্চ) ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে পাওয়া ৭-১ গোলের জয়ের মোমেন্টাম ইংলিশ প্রিমিয়ার লিগে ধরে রাখতে চায় আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরতে অনেক বেশি আত্মবিশ্বাসী আর্সেনাল কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারার পর ড্র করেছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।

শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে আর্সেনাল। তিনে থাকা নটিংহ্যামের চেয়ে এগিয়ে আছে ৬ পয়েন্টে। অপরদিকে আর্সেনালের চেয়ে ২১ পয়েন্টে পিছিয়ে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। হুবেন আমুরির দলের পয়েন্ট ৩৩।

২৭ ম্যাচে ৯ জয় ৬ ড্রয়ের পাশাপাশি ১২টিতে পরাজয় রেড ডেভিলদের।

এসএস

BREAKING
NEWS
2