মাদ্রিদ-ডার্বি ধ্রুপদী লড়াইয়ে রিয়ালের জয়

মাদ্রিদ-ডার্বি ধ্রুপদী লড়াইয়ে রিয়ালের জয় | এখন
0

বার্নাব্যুতে মাদ্রিদ-ডার্বি ধ্রুপদী লড়াইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪র্থ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। মাঝমাঠ থেকে ভালভার্দের বাড়ানো বলে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের শটে দূরের পোষ্টে লক্ষ্যভেদ করেন তিনি।

রদ্রিগোর অসাধারণ গোলের পর ৩২ মিনিটে বার্নাব্যুকে স্তব্ধ করে দিয়ে আরও এক দৃষ্টিনন্দন গোল করেন হুলিয়ান আলভারেজ। কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁদিক থেকে দূরের পোষ্টে শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

রিয়াল গোলকিপার ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আরও গতিময় ফুটবল উপহার দেয় দুদল। ম্যাচের ৫৫ মিনিটে অ্যাতলেটিকোর ৩ ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়ান ব্রাহিম ডিয়াজ। দৃষ্টিনন্দনে আগের দুই গোলকে ছাড়িয়ে যায় ডিয়াজের গোল।

এএইচ