ম্যাচের ৪০ মিনিটে সফল স্পট কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটি করেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার ক্লদিও এচেভেরি।
অগোছালো ফুটবল খেলা ব্রাজিল বিরতির আগে গোল করতে ব্যর্থ থাকায় সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে দ্বিতীয়ার্ধে। অন্যদিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় আর্জেন্টিনাও।
তবে তা করে উঠতে পারেনি দলটি। উল্টো ৭৮ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান।
এই ম্যাচে ড্রয়ের পর ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচ খেলে ১০। সমান ম্যাচ আর সমান পয়েন্ট হওয়ায় রোববার ব্রাজিল-চিলি এবং আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচেই হবে সমাধান।
তবে শেষ ম্যাচের পরও যদি দুই দলের পয়েন্ট সমান থাকে তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে আসরের শিরোপা।