নতুন যুগে বাংলাদেশ ফুটবল!

বছরে বাঁচবে কোটি টাকা, আরো আসবে লভ্যাংশ

ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশি স্পোর্টস ব্র্যান্ড 'দৌড়'। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে বাফুফে কোষাগার থেকে বছরে প্রায় কোটি টাকা বাঁচবে, একই সাথে জার্সি বিক্রি করে পাওয়া লভ্যাংশের ভাগিদারও হবে ফুটবল ফেডারেশন।

বর্তমান সময়ের তরুণ সমাজের অন্যতম ফ্যাশন অনুষঙ্গ ক্লাব কিংবা জাতীয় দলের ফুটবল জার্সি। তবে দেশি ফুটবল ভক্তদের আক্ষেপ ছিল নিজের দেশের অফিসিয়াল জার্সি না পাওয়া।

তবে এই আক্ষেপের অবসান হচ্ছে শিগগিরই। দেশের ইতিহাসে প্রথমবার কিট স্পন্সরের যুগে প্রবেশ করেছে ফুটবল ফেডারেশন। দেশিয় ব্র্যান্ড দৌড়ের সাথে দুই বছরের চুক্তি করেছে বাফুফে।

দৌড়ের সিইও আবিদ আলম চৌধুরী বলেন, 'সবই আমরা দেশেই বানাচ্ছি। বিদেশে গিয়ে শুধু লেবেলটা ভিন্ন হচ্ছে। এখন আমি চাচ্ছি আমাদের নিজেদের লোকাল একটা ব্র্যান্ড হোক যেটা আন্তর্জাতিকভাবে বালো করবে।'

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, 'আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাড় দেইনি। উনারা দুই মাস আগে আমাদের স্যাম্পল জার্সি দিয়েছিলেন। সেটা পড়ে কিন্তু আমাদের স্বনামধন্য কিছু ক্লাব ট্রেনিং করেছে।'

বাফুফে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, 'এই দুই বছরে টোটাল কত কিট লাগবে তা আমরা তাদের সাথে শেয়ার করেছি। তারা সেটা দেখে একাগ্রতা প্রকাশ করেছে যে তারা পুরোটাই আমাদের বিনামূল্যে দিবে।'

ঐতিহাসিক এই চুক্তিতে নিজের কার্যনির্বাহী কমিটিকে কৃতিত্ব দিলেন বাফুফে বস। সাথে জানালেন দেশি ব্র্যান্ডকে সামনে এগিয়ে নিয়ে আসার প্রত্যয়।

তাবিথ আউয়াল বলেন, 'জার্সি এবং ট্রেনিং ইকুইপমেন্ট চেনটা রেডি করার জন্য কাজ চলছে। সেটা তো আমরা সবসময় বিদেশিদের উপর নির্ভরশীল হতে পারবো না। আর আমরা নিম্নমানের কোয়ালিটির পরও কম্প্রোমাইজ করতে চাচ্ছিলাম না। সেজন্য এক্সিকিউটিভ কমিটিরই ইন্সপ্রিরেশন ছিল যে এরকম কিছু করা যায়।'

আগামী ২৬ ফেব্রুয়ারি নারীদের আরব আমিরাতে অনুষ্ঠাতব্য ম্যাচের আগেই ফিফা ও এএফসির অনুমোদনের জন্য ডিজাইন পাঠিয়ে অনুমোদন নেবে বাফুফে। বাংলাদেশি বংশোদ্ভূত প্রথিতযশা ডিজাইনারকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান দৌড়ের সিইও।

দৌড়ের সিইও আবিদ আলম চৌধুরী বলেন, বাফুফে ও আমাদের রিকমেন্ডেশন মিলে একটা ডিজাইনার ঠিক করা হয়েছে, যিনি বাংলাদেশের বংশোদ্ভূত কিন্তু বিদেশি ডিজাইনার। উনি আন্তর্জাতিক মানের একজন ডিজাইনার। বাংলাদেশের হেরিটেজটাই জার্সির মধ্যে বুঝানোর চেষ্টা করবে।'

এই চুক্তিতে বছরে প্রায় কোটি টাকা বাঁচবে ফুটবল ফেডারেশনের। অনলাইন ও অফলাইনে দৌড় ও বাফুফের যৌথ উদ্যোগে জার্সি বিক্রি করবে। তবে কী হারে লভ্যাংশ ভাগাভাগি হবে তা এখনও ঠিক করেনি দুই পক্ষ।

এসএস