তাবিথ আউয়াল লিখেন, 'বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।'
তিনি লিখেন, 'মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।'
এর আগে ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম।
টসের সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়।
সেখানে তামিমের হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। বর্তমানে তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।