বছরে বাঁচবে কোটি টাকা, আরো আসবে লভ্যাংশ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশি স্পোর্টস ব্র্যান্ড 'দৌড়'। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে বাফুফে কোষাগার থেকে বছরে প্রায় কোটি টাকা বাঁচবে, একই সাথে জার্সি বিক্রি করে পাওয়া লভ্যাংশের ভাগিদারও হবে ফুটবল ফেডারেশন।