কনমেবল অ-২০ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল

ফুটবল
এখন মাঠে
0

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে ক্লদিও এচেভেরির ফ্রিকিক ছাড়া আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টাইন যুবারা। দ্বিতীয়ার্ধে এচেভেরি, সান্তিয়াগো হিদালগোরা মিস করেছেন বেশ কয়েকটি সহজ সুযোগ। তা না হলে বাড়তে পারতো ম্যাচের ব্যবধান।

ম্যাচের একেবারে শেষ সময়ে ৮৬ মিনিটে একক প্রচেষ্টায় দুজনকে পাশ কাটিয়ে গোল করেন সুবিয়াব্রে। ১-০ গোলে কষ্টার্জিত এক জয় পায় আর্জেন্টিনা। টানা ৩ জয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে মেসির উত্তরসূরিরা।

তবে ব্রাজিল এখন শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। লিগ পর্বের সবার ওপরে তারা। প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এই জয়ে অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে তারা।

ইএ