চোটের কারণে রক্ষণের চার সেনা দানি কারভাহাল, ডাভিড আলাবা, এডের মিলিতাও ও এন্টোনিও রুডিগার কে ছাড়াই মাঠে নামে রিয়াল। বিরতির পর মরিয়া হয়ে উঠে এমবাপ্পে-ভিনিসিয়াসরা।
৫০ মিনিটে রিয়ালের হয়ে সমতাসূচক গোল করেন এমবাপ্পে। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল।
সমান ম্যাচে ১৮ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে বার্সা।