ম্যাচে শুরু থেকেই রিয়ালের রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে লেগানেস। তবে আন্দ্রে লুনিনের কৃতিত্বে রক্ষা পায় লস ব্লাঙ্কোসরা।
১৮ মিনিটে সুযোগ পেয়ে রিয়ালকে লিড এনে দেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। ৭ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক।
বক্সের ছয় গজ বাইর থেকে দারুণ এক শটে গোল পান ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
বিরতির আগে, ৩৯ মিনিটে পেনাল্টি পেলে ব্যবধান কমায় লেগানেস। হুয়ান ক্রসের গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ঘরের ছেলেরা।
পরে ৫৯ মিনিটে আবারও গোল করে দলকে সমতায় ফেরান হুয়ান ক্রুস। তবে ৯৩ মিনিটে দুর্দান্ত এক হেডারে রিয়ালের জয় নিশ্চিত করেন গঞ্জালো গার্সিয়া।