আর্জেন্টিনার ম্যাচে জয়ের নায়ক ক্লদিও এচেভেরিক। চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার লিড আসেন তারই করা আক্রমণ থেকে। ম্যাচের ৩৫ মিনিটে গোল করেন ইয়ান সুবিয়াবরে।
ছয় মিনিট পর এচেভেরির পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন অগাস্টিন রুবের্তো। বিরতির পর ৬১ মিনিটে গোল খায় আর্জেন্টিনা।
গোল করেন হুয়ান ফ্রান্সিসকো রোসেল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। অপর ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৭৪ মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করেন পেদ্রো।