‘সমঝোতার কিছু নেই, পরিষ্কার বলেছি ওরা থাকলে আমি থাকবো না’

ফুটবল
এখন মাঠে
0

সিনিয়র ফুটবলারদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিলেন হেডকোচ পিটার বাটলার। জানালেন, বিদ্রোহী ফুটবলাররা থাকলে, দায়িত্ব ছাড়বেন তিনি। নারী ফুটবলে সংকট নিরসনে তদন্ত চলাকালীন সময়ে এমন মন্তব্য করলেন ব্রিটিশ কোচ।

সিনিয়র ফুটবলাররা হেডকোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে সংকটে দেশের নারী ফুটবল। সংকট নিরসনে বিশেষ কমিটি গঠন করেছিল বাফুফে। সেই কমিটির কার্যক্রম এখনো চলমান। এরইমধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রিটিশ কোচ।

পিটার বাটলার বলেন, ‘সমঝোতার কিছু নেই। পরিষ্কার বলেছি ওরা (কয়েকজন সিনিয়র ফুটবলার) থাকলে, আমি থাকবো না। ’

সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে অস্থিরতার মধ্যেই টাইটেল ধরে রেখেছেন বাংলাদেশের নারীরা। ট্রফি জয়ে বড় ভূমিকা সিনিয়র ফুটবলারদেরই। তারপরও, তাদের বাদ দিতে চান পিটার বাটলার। কারণ, শৃঙ্খলার ক্ষেত্রে অনড় অবস্থান তার।

তিনি বলেন, ‘এটা ডিপার্টমেন্টাল স্টোর নয়, যে সমঝোতা হবে। ভিত্তিহীন অভিযোগ তুলে কয়েকজন খেলোয়াড় অনুশীলনে যাচ্ছে না। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া উচিত। ওরা শৃঙ্খলা মানছে না। দলে সেটার প্রভাবই এখন পড়েছে।’

হেডকোচ শৃঙ্খলার গান গাইছেন। অথচ বাফুফের বিশেষ কমিটির তদন্ত চলাকালে গণমাধ্যমে কোচের কথা বলাটাও শৃঙ্খলা ভঙ্গেরই শামিল! বৃহস্পতিবার বাফুফে গঠিত কমিটি সভাপতি তাবিথ আউয়ালের নিকট প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। তারপরই নারী ফুটবল ইস্যুতে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে।

এএম