লা মেসিয়া থেকে উঠে এসেছে গঞ্জালেজ। এরপর বার্সেলোনার সিনিয়র দলে খেলেছেন ৩৭টি ম্যাচ। ২০২২-২৩ মৌসুমে তিনি খেলেছেন ভ্যালেন্সিয়ার হয়ে ধারে। এরপর ২০২৩ সালে তিনি যোগ দেন পোর্তোতে। তাকে ৮৫ লাখ ইউরোয় পোর্তোর কাছে বিক্রি করেছিল বার্সা।
সে চুক্তিতে বলা ছিল, ভবিষ্যতে তাকে কোথাও বিক্রি করলে ৪০ শতাংশ অর্থ দিতে হবে তাদেরকে। সে কারণেই সিটির কাছ থেকে পোর্তোর প্রাপ্য অর্থের ২ দশমিক ৪ কোটি ইউরো এখন পাচ্ছে কাতালানরা।