৬ কোটি ইউরোতে পোর্তো ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নিকো গঞ্জালেজ
শীতকালীন দলবদলের শেষ দিনে নিকো গঞ্জালেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৬ কোটি ইউরো দিয়ে নিকোকে সিটি কিনলেও পুরো টাকা পাবে না পোর্তো। আগের চুক্তির কারণে এই অর্থের ৬০ শতাংশ পাবে পোর্তো, বাকিটা যাবে বার্সেলোনার ঝুলিতে।