দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো এবং দিয়ালোকে বদলি নামানোতে পাল্টে যায় আমোরিমের দলের চিত্র। ম্যাচের সময় একঘণ্টা হতেই গোল উৎসবে মাতে ইংল্যান্ডের দলটি। গোল করেন দিয়াগো ডালোট। আট মিনিটের ব্যবধানে আবারো ম্যান ইউর ডাগআউটে উল্লাস। এবার দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাইনু।
ম্যাচের বাকিটা সময় আর কোনো দলেরই জাল কাপেনি। তাতে পয়েন্ট টেবিলে তৃতীয়তে থেকে এই পর্বের খেলা শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে অ্যাথলেটিকো বিলবাও।
দলটির পক্ষে গোল করেন নিকো উইলিয়ামস, আলভারেজ এবং মার্টন। প্রতিপক্ষ দল ভিক্টোরিয়ার হয়ে এক গোল শোধ করেন মিলান।