চ্যাম্পিয়ন্স লিগের ১৮ ম্যাচে জয় পেয়েছে ১৬ দল, দু'টি ড্র

ফুটবল
এখন মাঠে
0

উত্তেজনায় ঠাসা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২৯ জানুয়ারি) রাতে প্রথম রাউন্ডে ১৮ ম্যাচের সবগুলো মাঠে গড়ায় একই সময়ে। যেখানে জিতেছে ১৬টি দল। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।

নতুন আঙ্গিকের আসরে ৩৬ দলের মধ্যে নয়টির বিদায় নিশ্চিত হয়ে যায় আগের রাউন্ডেই। সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়েছিল শুধু লিভারপুল ও বার্সেলোনার। এছাড়া ২৫ দলের ভাগ্য ঝুলে ছিল শেষ রাউন্ড পর্যন্ত।

পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে রাউন্ড অফ সিক্সটিনে। নয় থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।

শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় গিয়েছে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা।

নয় থেকে ২৪ বা নকআউট পর্বের প্লে-অফে আটালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দহোভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ট, ফেইনুর্দ, য়্যুভেন্তাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং লিসবন, ক্লাব ব্রুগ।

বিদায় নিয়েছে: দিনামো জাগরেব, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার বেলগ্রেড, স্টুহাম খাৎস, স্পার্টা প্রাহা, লাইপজিগ, জিরোনা, রেড বুল সালসবুর্ক, স্লোভান ব্রাতিস্লাভা, ইয়াং বয়েজ।

এসএস