নতুন নিয়মে চ্যাম্পিয়ন্স লিগ। ছিল নানান তর্ক-বিতর্ক। ভিন্ন ধারায় প্রতিটি দলকে খেলতে হচ্ছে আটটি করে ম্যাচ। যদিও একেবারে শেষ সময়ে জমে উঠেছে সমীকরণ।
নিয়মের মারপ্যাঁচে পড়ে বিদায় হতে পারে ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো দলকে। রিয়াল মাদ্রিদের মতো হট ফেবারিট দলের ভাগ্যটাও নির্ভর করছে অন্যদের ওপর।
সরাসরি শেষ ষোলো নিশ্চিত হয়েছে মাত্র দু'টি দলের। লিভারপুল এবং বার্সেলোনা এই দুই দল নিশ্চিত করেছে নিজেদের জায়গা।