আসন্ন ২০২৬ বিশ্বকাপ দিয়ে তার সঙ্গে করা বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই আরো দুই বছর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
দে ফুয়েন্তে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে স্পেন। ২০২২-২৩ মৌসুমে তারা জেতে উয়েফা নেশন্স লিগের শিরোপা।
গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে হয় অপরাজিত চ্যাম্পিয়ন। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন দে ফুয়েন্তে।
এর আগে স্পেন অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে ছিলেন তিনি। তার কোচিংয়ে ২০২২ টোকিও অলিম্পিকসের ফুটবলে রুপা জিতে স্পেন অনূর্ধ্ব-২৩ দল।