ওল্ড ট্রাফোর্ডে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। নানা চেষ্টার পরেও প্রথমার্ধে গোলের দেখা পাননি গার্নাচো-এরিকসেনরা।
যদিও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। ম্যাচে ফিরতে ৮৮ মিনিটে পাল্টা গোল করে সমতায় ফেরে রেঞ্জার্স।
তবে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে দারুণ এক গোল করে দলকে জয় এনে দেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। এই জয়ে লিগে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।