ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে পৃথক ম্যাচে আজ মাঠে নামছে ম্যানসিটি-ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পৃথক ম্যাচে মাঠে নামছে ম্যানসিটি ও ম্যানইউ। রাত ৮ টায় ব্রাইটনের মোকাবিলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

একই সময়ে টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ এভারটন ও নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে সাউদাম্পটন।

আর রাত সাড়ে ১০ টায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ইপ্সউইচ টাউন। এদিকে, লা-লিগায় রাত ৯ টা ১৫ মিনিটে ম্যাচ রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ লাস পালমাস। এদিন, আলাদা ম্যাচে মাঠে নামছে ওসাসুনা ও ভ্যালেন্সিয়া। তাছাড়া বুন্দেসলিগায় রয়েছে দুটি ম্যাচ।

ইএ