৯ মিনিটে কুন্দের গোলে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। তবে, প্রথমার্ধে লিড ধরে রাখা সম্ভব হয়নি। ৩৪তম মিনিটে রামবারির গোলে সমতা আনে গেতাফে। এরপর আর কোনো গোল হয়নি। যদিও আক্রমণের পসরা সাজিয়েছিল বার্সেলোনা।
ম্যাচজুড়ে ৭৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে, ফিনিশিংয়ের অভাবে পয়েন্ট খুইয়েছে।