খেলার শেষ বাঁশি বাজতেই বার্সেলোনা সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটে পড়েছে টিএসসি। এ যেন বাংলাদেশ নয়, এক টুকরো কাতালুনিয়া।
বছরের প্রথম এল ক্লাসিকোতে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বড় পর্দায় খেলা দেখার আয়োজন হয়। আর এমন আয়োজনে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘খুবই ক্ষুদ্র পরিসরে এটা আয়োজন করেছি। এবং আনন্দের সাথে বলতে হচ্ছে যে সবাই খুব সুন্দর, সুশৃঙ্খলভাবে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা খুব উপভোগ করছে।’
মুহুমুর্হু আক্রমণ, তুমুল শারীরিক লড়াইয়ে উত্তেজনায় ঠাসা এক ধ্রুপদী ম্যাচের পঞ্চম মিনিটে লস ব্ল্যাঙ্কোসকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এরপর শুরু হয় বার্সা শো। প্রথমার্ধেই চার গোল দিয়ে রিয়ালকে ম্যাচ থেকে ছিটকে ফেলে তারা। শুরুটা করেন ইয়ামাল।
আর ৩৬ থেকে ৪৫, ৯ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মাদ্রিদের সকল দম্ভ। প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে পরা মাদ্রিদ আর লিখতে পারেনি তাদের ঐতিহাসিক কামব্যাকের গল্প।
উলটো ৪৮ মিনিটেই তাদের জালে জড়ায় আরো একটি গোল। ম্যাচের শেষ ৩৫ মিনিটে ১০ জনের বার্সার জালে আর মাত্র একটি গোল দিয়ে ব্যবধানটাই কমাতে পেরেছেন রদ্রি।
নিজেদের ইতিহাসে প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই এল ক্লাসিকোতে অন্তত ৪ গোল করে করল বার্সেলোনা। এমন ফলাফলে যেমন উল্লাসিত বার্সা সমর্থকরা, বিপরীত চিত্র রিয়ালের।
এই নিয়ে স্প্যানিশ সুপার কাপের ১৫তম শিরোপা জিতল কাতালানরা। অন্যদিকে সুযোগ পেয়েও শিরোপা সংখ্যায় বার্সাকে ছোঁয়া হলো না রিয়ালের।