কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে কোপা দেল রে চ্যাম্পিয়নরা পাত্তাই পায়নি বার্সার কাছে। ১৭ মিনিটে গাভির পা থেকে গোল হলে এগিয়ে যায় বার্সেলোনা।
পরে রাফিনিয়া এবং ইয়ামালের গোল পরপর ঠেকিয়ে দিলে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন দলের উঠতি তারকা ফুটবলার লামিনে ইয়ামাল।
সহায়তা করেন প্রথম গোলকর্তা গাভি। ম্যাচে বার্সার জয় অনেকটা নিশ্চিত হলে ইয়ামাল, গাভি ও লেভান্ডভস্কিকে তুলে নেন বার্সেলোনা কোচ।
বদলি নামেন ফের্মিন লোপেস, ফেররান তরেস ও ফ্রেংকি ডি ইয়ং। এ সুযোগকে কাজে লাগিয়ে গোল করে বসে বিলবাও।
তবে পরপর হওয়া দুই গোলই বাতিল হয় অফসাইডের কারণে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।