ফুটবল
এখন মাঠে
0

আর্সেনালকে ২-০ গোলে হারালো নিউক্যাসেল ইউনাইটেড

সেমিফাইনালের ১ম লেগে আর্সেনালকে ২-০ গোলে হারালো নিউক্যাসেল ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণে যায় আর্সেনাল।

ঘরের মাঠে নিউক্যাসেলের পোস্টে ২৩টি শট নিয়েও গোল দিতে ব্যর্থ হয় গানারসরা। খেলার ৩৭ মিনিটে নিউক্যাসেলকে ১-০ গোলের লিড এনে দেন আলেক্সজান্ডার ইসাক।

বিরতির পর ৫১ মিনিটে জয়সূচক গোলটি করেন এনথনি গর্ডন। শেষদিকে গ্রাবিয়েল মার্টিনেল্লি , জুরেইন ও সালিবা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলে পরাজয় বরণ করতে হয় আর্সেনালের।

এই জয়ে কারাবাও কাপে সেমি ফাইনালের প্রথম লেগে এগিয়ে গেলো নিউক্যাসেল। তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে সর্বনিম্ন ১ গোলের ব্যবধানে হারলেও ৫ ফেব্রুয়ারি ফাইনালের টিকিট পেয়ে যাবে তারা।

এএইচ