ফুটবল
এখন মাঠে
0

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করেছে লিভারপুল। রোববার (৫ জানুয়ারি) ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-২ গোলের সমতায় শেষ হয় দুই ইংলিশ জায়ান্টের ম্যাচ।

ভারি তুষারপাতে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে অনিশ্চয়তা মুছে শেষ পর্যন্ত দারুণ এক লড়াই উপভোগ করেছে দুই দলের সমর্থকরা।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের গোলে লিড নেয় ম্যানইউ।

তবে ঠিক ৭ মিনিটের মাথায় কোডি গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল।

৭০ মিনিটে আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লিভারপুলের মোহাম্মদ সালাহ।

তবে বেশিক্ষণ সে লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৮০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ড্র নিয়ে মাঠে ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। অন্যদিকে ২৩ পয়েন্ট নিয়ে ম্যানইউয়ের অবস্থান টেবিলের ১৩ নম্বরে।

ইএ