জানুয়ারির ১ তারিখের মধ্যরাত থেকেই লিভারপুলের সাথে চুক্তি শেষ আর্নল্ডের। নতুন মৌসুমের জন্য ফ্রি থাকলেও প্রি সিজনে রিয়াল মাদ্রিদের প্রাথমিক প্রচেষ্টাকে না করে দিয়েছে লিভারপুল।
দীর্ঘদিন ধরেই আর্নল্ডের সাথে যোগাযোগ করছিলো রিয়াল। আর্নল্ডও নিজের শৈশবের ক্লাবে খেলতে আগ্রহ দেখালেও এখনো নতুন চুক্তি করেনি অলরেডরা। নতুন মৌসুমে সালাহ কিংবা ভ্যান ডাইকের সাথেও এখনো চুক্তি নবায়ন করেনি লিভারপুল।
সেক্ষেত্রে আর্থিক লভ্যাংশ ও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার উপর নির্ভর করবে কারা কারা থাকছেন পরবর্তী মৌসুমে।