সর্বশেষ ঘরের মাঠে রোমার সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। শীর্ষে থাকা আটালান্টার সাথে ১৪ পয়েন্ট পিছিয়ে ১৯ বারের ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
এক ম্যাচ কম খেলে চার এ থাকা লাৎসিওর চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে মিলান। ৫ বছর মিলানের কোচিং করান স্টেফান পিওলির।
তারপর দায়িত্ব নিয়ে ৬ মাস ও স্থায়ী হতে পারেননি ৫১ বছর বয়সী ফনসেকা।