বাজে পারফরম্যান্সের কারণে কোচ পাওলো ফনসেকাকে বরখাস্ত করেছে এসি মিলান। সিরি আ তে সবশেষ সাত ম্যাচে মিলানের জয় কেবল ২ ম্যাচে। পুরো মৌসুমেই ধারাবাহিকতার অভাব ছিল মিলানের।