সবশেষ ম্যাচে বদলি তালিকায় নাম থাকলেও নামানো হয়নি এই মিডফিল্ডারকে। তবে আজকের ম্যাচে তার খেলার জোর সম্ভাবনা রয়েছে। মৌসুমে ৮ জয় নিয়ে টেবিলের সাত নাম্বারে অবস্থান সিটিজেনদের। অন্যদিকে, তিন জয়ে ১৮ নাম্বারে আছে হামজার দল। এদিন রয়েছে একাধিক ম্যাচ।
রাত ৯টায় টেবিলের সুবিধাজনক অবস্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে এভারটন। একই সময়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে তলানির দল সাউদাম্পটন।
তাছাড়া উলভসকে আতিথেয়তা দেবে টটেনহ্যাম হটস্পার। আর বোর্নমাউথের প্রতিপক্ষ ফুলহ্যাম। এ দুটি ম্যাচও শুরু হবে রাত ৯ টায়। এদিকে রাত সোয়া ১১ টায় মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। লন্ডন স্টেডিয়ামে অলরেডদের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম।