ফুটবল
এখন মাঠে
0

লেস্টারকে হারিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে শুরুতে পিছিয়ে গিয়েও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্না স্লটের দল।

ম্যাচের ৬ মিনিটেই জর্ডান আইয়ুর গোলে এগিয়ে যায় লেস্টার। তবে পুরো ম্যাচেই নিজেদের মাঠে আধিপত্য দেখায় রেডরা। ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৭টি অন টার্গেট শট নেয় স্বাগতিকরা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডাচ ফরোয়ার্ড হাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল।

দ্বিতীয়ার্ধের সময়টা নিজেদের করে নেয় মোহাম্মদ সালাহরা। ৪৯ মিনিটে দ্বিতীয় গোলের পর ম্যাচের ভাগ্য নিজেদের করে নেয় তারা।

এরপর ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে ব্যবধান ৩-১ এ নিয়ে যায় সালাহ। এ জয়ে ১৭ ম্যাচে ১৩ জয় নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।

এএম