ফুটবল
এখন মাঠে
0

‘হামজা যোগ দিলে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে’

হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দিলে আরো প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সিতে খেলতে আগ্রহী হবে। এমনটাই মনে করছেন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। লেস্টার সিটির মিডফিল্ডারের মাধ্যমে ব্র্যান্ডিংয়ের চেয়ে, ম্যাচ জেতার দিকটায় বেশি গুরুত্ব দিতে চায় ফেডারেশন।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হামজা চৌধুরী এখন বাংলাদেশের। লেস্টার সিটির মিডফিল্ডার খেলবেন লাল-সবুজ জার্সিতে। স্বাভাবিকভাবেই বিষয়টি দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সুখবরটি পাওয়ার ২৪ ঘণ্টা না পেরুতেই সংবাদ সম্মেলন ডাকলেন বাফুফে সভাপতি। জানালেন, হামজাকে নিয়ে ফেডারেশনের পরিকল্পনা।

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ইতালিয়, জার্মান, ব্রিটিশসহ আরো অনেক বিদেশি প্লেয়ার আছে সেরকম দক্ষ খেলোয়াড়দের হামজা চৌধুরী অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশের জার্সি পড়ে খেলার জন্য।’

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ ইপিএল। অন্যতম সেরা লিগটিতে খেলা হামজার ব্র্যান্ড ভ্যালু কাজে লাগাতে চায় কিনা বাফুফে? এমন প্রশ্ন ছিল সভাপতির কাছে।

তাবিথ আউয়াল বলেন, ‘এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে চিন্তা করছি না। আমরা জেতার ধারাবাহিকতা নিয়ে চিন্তা করছি। আমি আগেও বলেছিলাম আমরা চাই আমাদের জাতীয় দল একটি ধারাবাহিক খেলা দেখাবে এবং আমরা ম্যাচ জিতব।’

বৃহস্পতিবারই এক ভিডিও বার্তায় হামজা জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে তর সইছে না তার। আগামী বছর মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেখানে হামজার অভিষেক হওয়ার সম্ভাবনা কেমন?

তাবিথ আউয়াল বলেন, ‘হামজা চৌধুরী কখন আসতে পারবে, কীভাবে আসবে সেটা তো তার একার সিদ্ধান্ত না, আমাদেরও একার সিদ্ধান্ত না, যে ক্লাবের সঙ্গে তিনি এখন আছেন তাদের সঙ্গেও আমাদের একটা বোঝাপড়ায় আসতে হবে। এটার জন্য ফুটবলের কিছু রীতি ও ফিফার নির্দেশনা দেয়া আছে।’

আসছে বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সবকিছু ঠিক থাকলে সে ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।

এএম