৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২০ শট নিয়ে মাত্র চারটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। অন্যদিকে লেগানেসর ছয় শটের চারটি ছিল লক্ষ্যে।
ম্যাচের চতুর্থ মিনিটেই কর্নার থেকে ভেসে আসা বল জালে জড়িয়ে এগিয়ে যায় লেগানেস। সফরকারীদের প্রবল চাপে রেখে একের পর এক আক্রমণে রক্ষণের কঠিন পরীক্ষা নেয় কাতালানরা।
৭৯তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কুন্দে। ফেররান তরেসের বাড়ানো বল পেয়ে বিস্ময়করভাবে বাইরে মারেন ফরাসি ফরোয়ার্ড।
১৮ ম্যাচে চতুর্থ হারের পরও ৩৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলেই সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ৩৭ পয়েন্ট নিয়ে তাদের কাঁধে শ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।