ম্যাচের শুরুতে দুই দলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ২১তম মিনিটে ফিল ফোডেনের ভলি বেরিয়ে যায় কাছের পোস্ট ঘেঁষে। দুই দল মিলিয়ে গোলের জন্য এটাই প্রথম শট।
ঢিমেতালে চলা ম্যাচে ৩৭ মিনিটে এগিয়ে যায় সিটি। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে লক্ষ্য কোনো শট রাখতে পারেনি রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ইউনাইটেড প্রবলভাবে চেপে ধরে স্বাগতিকদের। ৮৮ মিনিটে স্পট কিকে সমতা ফেরান ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। দুই মিনিট পর ব্যবধান বাড়ান দিয়ালো।
বাকি সময়ে সমতা ফেরানোর তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি সিটি। এই জয়ে ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছে ইউনাইটেড।