ম্যাচের শুরু থেকে দুই দলের খেলোয়াড়রা আধিপত্য দেখালেও গোলশূন্য থাকে প্রথামার্ধ্ব। তবে দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই গোলের দেখা পায় বার্সা। ৫২ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল।
যদিও মাত্র ৮ মিনিটের ব্যবধানে সমতা আনে বরুশিয়া ডর্টমুন্ড। ৭৫ মিনিটে তরেসের গোলে ব্যবধান বাড়ালেও ৩ মিনিটের মধ্যে আবারও ব্যবধান সমান করে জার্মান ক্লাবটি। যদিও ৮৫ মিনিটে তরেসের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।
একই দিনে য়্যুভেন্তাসের কাছে ২-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাব ম্যানসিটি। আর মোনাকোর বিপক্ষে ৩- ০ গোলের জয় আর্সেনালের।