দুই নগর প্রতিদ্বন্দী পরস্পরের জালে জড়িয়েছে সাত গোল। প্রতিপক্ষের জালে পাঁচ গোল দিয়ে জয়ী দলের নামটা অবশ্য আর্সেনাল। সবগুলো গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।
এই জয়ে তেরো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে সবার শীর্ষে লিভারপুল।
আর্সেনালের কাছে হেরে তেরো ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে ওয়েস্ট হাম। আর ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান ব্রাইটনের।