জাঁকজমক আয়োজন ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল। তবে আয়োজনে চমক না থাকলেও চমক থাকছে দর্শকদের জন্য। দেশের ঘরোয়া ফুটবলে গ্যালারিতে দর্শক টানতে থাকবে র্যাফেল ড্রয়ের আয়োজন। খেলাগুলো সরাসরি সম্প্রচারিত হবে টিভিতে।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, 'প্রতি ভেন্যুতেই আমাদের দর্শকদের জন্য, যারা উপস্থিত থাকবে তাদের জন্য র্যাফেল ড্রয়ের মাধ্যমে কিছু পুরস্কার দেয়া হবে।'
ঘরোয়া ফুটবলে গতি ফেরাতে শুধু দর্শকরাই নয় পুরস্কারের তালিকায় থাকবেন ক্রীড়া প্রতিবেদক থেকে শুরু করে দেশি-বিদেশি ফুটবলার-গোলকিপারও। পুরস্কার পাবেন সেরা গোলদাতাও।
ইমরুল হাসান বলেন, 'বিপিএলে বিভিন্ন সেক্টরের সেরা খেলোয়াড় গোলরক্ষক, রক্ষণভাগ, মিডফিল্ড, স্কোরার সবার জন্য পুরস্কার থাকবে। বছরের সেরা রেফারিদের পুরস্কৃত করার পাশাপাশি স্পোর্টস রিপোর্টিংয়ের ক্ষেত্রে তিনটি স্টেরে আমরা পুরস্কার দিবো।'
আর্থিক সংকটে থাকা ক্লাবগুলো ছায়া অভিভাবক হিসেবে পাশে পাচ্ছে বাফুফেকে। স্পন্সরের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি নির্বিঘ্নে পুরো টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবার জন্য যথাসম্ভব সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি। এছাড়াও আগামী মৌসুমে সবগুলো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
ইমরুল হাসান বলেন, 'মূল যে জায়গাটাতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক সক্ষমতা টুকু। অনেক ক্লাবই হয়তো সেভাবে স্পন্সর বা ডোনার জোগাড় করতে পারেনি। বিপিএল কমিটির পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে যারা একদমই খারাপ অবস্থায় আছে তাদের জন্য ছোটখাট কোনো ডোনারের ব্যবস্থা করে দেয়ার চেষ্টা করবো।'
দেশের ঘরোয়া ফুটবলে এক সময় গতি ছিল। মাঠে ছিল দর্শক, মৌসুম জুড়ে দর্শক-সমর্থকদের উল্লাস-উন্মাদনায় মুখরিত থাকত ফুটবল অঙ্গন। এবার নানা রকমের চেষ্টায় ফুটবলের সোনালি অতীত ফিরিয়ে আনার চ্যালেঞ্জ বাফুফের।