আর্থিক সংকটে থাকা ক্লাবগুলোর পাশে থাকবে বাফুফে
দশ দলের অংশগ্রহণে আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) দুপুর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল ফুটবলের ১৭তম আসর। জমজমাট আয়োজন না হলেও, দর্শক টানতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানান, আর্থিক সংকটে থাকা ক্লাবগুলোর পাশে থাকবেন তারা।